চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।
আর এ ম্যাচে গতির ঝড় তুলতে পারেন বাংলাদেশের ইয়াং স্টার তাসকিন আহমেদ। কারণ টাইগার পেসার চতুষ্টয়ের মধ্যে তার বলের গতিই সবচেয়ে বেশি।
এছাড়া ভারতের বিপক্ষে তাসকিনের সুখ ও দুঃখ দুটি স্মৃতিই রয়েছে। কারণ কোহলিদের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন ধোনিদের। কিন্তু সেটাই পরে কাল হয় তার। নেমে আসে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক। নিষিদ্ধ হন তাসকিন, কিন্তু দমে যাওয়ার পাত্র নন তাসকিন। ঠিকই ফিরেছেন বৈধতার প্রমাণ দিয়ে।
আর আজকের ম্যাচে যে ভারতীয়দের বোলিং দিয়ে কাবু করে 'প্রতিশোধ' নিতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না।
বিডি প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ ই জাহান