চ্যাম্পিয়নস ট্রফির মহারণে অাজ এজবাস্টনে নামছে উপমহাদেশের দুই ক্রিকেট শক্তি বাংলাদেশ ও ভারত। পরিসংখ্যান বলছে শেষ ৫ ম্যাচে সমান সংখ্যক জয় পেয়েছে দু'দল। আর একটি ম্যাচ পরিত্যক্ত।
তবে আজ বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে কোহলিরা। চলুন তাহলে দেখে নিই ভারতের সম্ভাব্য একাদশ। আজকের ম্যাচে বাদ পড়তে পারেন আগের ম্যাচে খেলা কেদার যাদব অথবা অশ্বিন। পেস আক্রমণ শক্তিশালী করতে দলে ঢুকতে পারেন মোহাম্মদ সামি বা উমেশ যাদব।
ভারতের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব/রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি/উমেশ যাদব।
বিডি প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ ই জাহান