টানা সাত ম্যাচ হেরে বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে পাকিস্তানের নারী ক্রিকেট দল। দুদিন আগে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তারা। তবে এরই মধ্যে এক পাকিস্তানি নারী ক্রিকেটারের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে।
জানা যায়, বৈশ্বিক আসরে দেশের প্রতিনিধিত্ব করে ফেরার পর বিমানবন্দর থেকে ক্রিকেটাররা যে যার মতো বাসায় ফেরেন। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিমানবন্দরে মেয়েদের জন্য কোনো কর্তা ব্যক্তিই উপস্থিত ছিলেন না। এমনকি মেয়েদের বাড়িতে পৌঁছানোর জন্য বোর্ডের পক্ষ থেকে কোনো গাড়ির ব্যবস্থাও ছিল না।
দলের সদস্যরা বেশির ভাগই নিজেদের গাড়িতে বাড়িতে পৌঁছে। তবে, ব্যতিক্রম ছিলেন দলের স্পিনার নাশরাহ সান্ধু। নিজের গাড়ি নেই, তাই বাড়ি ফিরেছেন বাবার মোটরসাইকেলে করে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় তুলেছে। দেখুন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/হিমেল