নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ব্রিস্টলে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিরুদ্ধে দুই উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা।
২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ভুগতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে। খুব দ্রুতই ইংলিশরা প্রথম দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। সারাহ টেইলর তার অধিনায়ক নাইটকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন।
এরপর উইলসনের ৩০, ব্রান্টের ১২ এবং গানের ২৭ রানের সময় উপযোগী ইংনিসে জয় পায় ইংল্যান্ড। যদিও দক্ষিণ আফ্রিকার বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে চাপে রাখতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি প্রোটিয়াদের। হারের লজ্জায় ডুবে বিদায় নিতে হয়েছে এবারের নারী বিশ্বকাপের আসর থেকে।
এর আগে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে জমা করে ছয় উইকেটে ২১৮ রান। ইংলিশদের বোলিং তোপে কোন ব্যাটসম্যানই ক্রিজে বেশি সময় টিকতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে মিগনন ডু পেরেজ করেন সর্বোচ্চ ৭৬ রান। ইংলিশদের হয়ে শিভার, গান, নাইট, স্ক্রুবসোল নিয়েছেন ১টি করে উইকেট।
আগামী ২১ জুলাই দ্বিতীয় সেমিতে ম্যাগ ল্যানিং এর অস্ট্রেলিয়া মুখোমুখি হবে মিতালি রাজের ভারতের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২১৮/৬ (ডু পেরেজ ৭৬, উলভার্ট ৬৬, নিক্রিক ২৭, লুস ২১; শিভার ১/২৫, শ্রুবসল ১/৩৩, নাইট ১/৮)
ইংল্যান্ড: ৪৯.৪ ওভারে ২২১/৮ (টেইলর ৫৪, নাইট ৩০, উইলসন ৩০; লুস ২/২৪, খাক ২/২৮, কাপ ১/৪৩, ইসমাইল ১/৪৯)
প্লেয়ার অব দ্যা ম্যাচ: সারাহ টেইলর (ইংল্যান্ড)।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/আরাফাত