দুর্দান্ত এক সময় পার করছেন কাইলিয়ান এমবাপ্পি। মোনাকোর জার্সিতে গত বছরটা দারুণ কেটেছে তার। নতুন মৌসুম শুরুর আগে তাই এই ফরাসি তরুণ ফরোয়ার্ডকে নিয়ে এরই মধ্যে টানাটানি শুরু হয়ে গেছে। আর এরই মধ্যে জানা গেল, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানও নাকি তাকে নজরে রেখেছেন।
দু'দিন আগে আলভারো মোরাতাকে হারানো রিয়াল যখন স্প্যানিশ স্ট্র্রাইকারের উত্তরসূরী খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে কাইলিয়ান এমবাপ্পি। তবে সরাসরি কোনো ধরণের মন্তব্য করতে নারাজ জিদান। রিয়াল কোচের মতে, ‘সে খুব ভালো খেলোয়াড়। সারা বছরই তা দেখিয়েছে সে। কিন্তু সে তো আমার দলের খেলোয়াড় নয়, তাই তার ব্যাপারে আমি এর বেশি কিছু জানিনা।’
উল্লেখ্য, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে নেয়ার জন্য মরিয়া। এমবাপ্পিরও নাকি সেখানে যাওয়ার আগ্রহ। এরই মধ্যে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির আগ্রহের কথা জানা যায়। লড়াইটা ছিল রিয়াল বনাম সিটির মধ্যে। কিন্তু রিয়াল, সিটির পর সম্প্রতি গুঞ্জন শুনা যাচ্ছে এমবাপ্পির জন্য নাকি আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারও উঠে-পড়ে লেগেছেন।
সূত্র : মার্কা
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৭/ওয়াসিফ