বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পর টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে আর থাকছেন না শ্রীলঙ্কান থিলান সামারাবিরা। অবশেষে সে গুঞ্জনই সত্য হলো। মেয়াদ বাড়ানো হয়নি এ লঙ্কান কোচের। অস্ট্রেলিয়া সিরিজকে লক্ষ্য রেখে খোঁজা হচ্ছে টাইগারদের নতুন ব্যাটিং কোচ।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান জানালেন, ‘সামারাবীরাকে আমরা আর রাখছি না। ওর কাজ নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরণের মতামত ছিল। খুব শীঘ্রই আমরা নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেব।’
এদিকে গুঞ্জন চলছে, ব্যাটিং উপদেষ্টা হিসেবে আসছেন অস্ট্রেলিয়ার মার্ক ও’নীল। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল তিনি। তবে বাবা নর্ম ও’নীল অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৪২টি টেস্ট। এর আগে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন মার্ক। কাজ করেছেন কাউন্টি দল মিডলসেক্সের হয়েও।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৭/ওয়াসিফ