'আমরা এখন চারজন' উক্তিটি দক্ষিণ আফ্রিকার ড্যাশিং ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। দ্বিতীয়বারের মতো সন্তানের জনক হওয়ার পরই এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ ক্রিকেটার।
সম্প্রতি তার স্ত্রী ড্যানিয়েল একটি ছেলে সন্তানের জন্ম দেন। আর এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবিসহ গতকাল পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন ডি ভিলিয়ার্স। ছবির ক্যাপশনে ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘আমরা এখন চারজন।’
দুবছর আগে, ২০১৫ সালে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন ডি ভিলিয়ার্স। বড় সন্তানের নাম রেখেছেন আব্রাহাম ডি ভিলিয়ার্স। ইতোমধ্যে দ্বিতীয় সন্তানের নামও রেখেছেন ডি ভিলিয়ার্স পরিবার। দ্বিতীয় সন্তানের নাম জন রিচার্ডস ডি ভিলিয়ার্স।
বিডি প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৭/ ই জাহান