বার্সেলোনা ছাড়ার ইচ্ছা ব্যক্ত করার পর এবার ক্লাবের পোস্টার থেকে সেঁটে ফেলা হলো ব্রাজিলিয়ান তারকা নেইমারের ছবি। বুধবার ক্লাব কর্তৃপক্ষ ও বার্সা-সতীর্থদের কাছ থেকে বিদায় নেওয়ার পর এমন পদক্ষেপ নিলো বার্সেলোনা।
নেইমারের পিএসজি'তে যাওয়া নিশ্চিত। এখন কেবল ফরাসি ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটা বাকি। ২২২ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে যোগ দেবেন তিনি। যা বিশ্ব রেকর্ড।
বার্সেলোনাকে সিদ্ধান্ত জানানোর পর বুধবারই তাদের মাঠ ন্যু ক্যাম্পের চেহারায় এলো পরিবর্তন। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় বার্সেলোনার খেলোয়াড়দের বড় বড় ছবির যে সব পোস্টার ছিল, সেগুলো নামিয়ে ফেলা হয়েছে। কারণ, প্রায় সব পোস্টারে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে ছিল ব্রাজিলিয়ান তারকার ছবি। সেখানে নেইমারবিহীন নতুন পোস্টার বসানো হয়েছে।
পুরোনা পোস্টার নামিয়ে ন্যু ক্যাম্পে নতুন পোস্টার সাঁটানো হয়েছে। যেখানে রয়েছে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুটকেটস ও জেরার্ড পিকের ছবি।
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট, ২০১৭/মাহবুব