তিন বছর আগে ক্যাম্প ন্যূতে যোগ দিয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে স্বাগত জানাতে সেদিন ভিড় করেছিলেন প্রায় ৫৬ হাজার বার্সেলোনা সমর্থক। গত তিন বছরে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে নেইমার তথা 'এমএসএন' ক্লাবকে জিতিয়েছেন বহু শিরোপা। তবে প্রতিপক্ষের ডিফেন্স কাঁপানো এই 'এমএসএন'কে একসঙ্গে আর দেখা যাবে না।
এদিকে, শত অনুরোধে কাজ হয়নি। না লিওনেল মেসির, না হোসে মরিয়া বার্তোমেউর অনুরোধ। এমন কি প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালাদোর অনুরোধও কাজে দেয়নি। শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে দিয়েছেন নেইমার। নতুনভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’তে।
বিষয়টি বার্সেলোনায় নেইমারের সমর্থকরা মোটেও মেনে নিতে পারেনি। তারা শুরু থেকে নেইমারকে বার্সা না ছাড়ার অনুরোধ করেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন গ্রুপ খোলেন। সেখানে নেইমারকে বার্সেলোনা না ছাড়ার অনুরোধ করা হয়। কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি।
শেষ পর্যন্ত বার্সেলোনার সমর্থকরা যখন বুঝতে পারেন যে, নেইমারকে তাদের প্রিয় ক্লাব আর রাখতে পারছে না তখন তাকে 'বিশ্বাসঘাতক', 'লোভী' ও 'প্রতারক' বলে অভিহিত করেন। আর নেইমারের বার্সেলোনা ছাড়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার পর বার্সেলোনার সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বার্সেলোনা শহরের বিভিন্ন জায়গায় ক্লাবটির সমর্থকরা পোস্টার সেঁটেছে। তাতে লেখা, 'বিশ্বাসঘাতক নেইমার', 'নেইমার একজন ভাড়াটে সৈনিক'। ক্ষুব্ধ সমর্থকরা নেইমারের জার্সিও পুড়িয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'মার্কা' একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে , অনেকেই নেইমারের বার্সেলোনার জার্সি পোড়াচ্ছেন। কেউ চুলার ওপর রেখে নেইমারের নাম লিখিত নিজের জার্সিটা পুড়িয়ে ফেলছেন।
কাউকে আবার নেইমারের নতুন জার্সি পুড়াতে দেখা গেছে। বার্সেলোনার কিছু সমর্থকের দল বেঁধে নেইমারের ১১ নম্বর জার্সি পুড়াতেও দেখা গেছে।
বিডি প্রতিদিন/০৪ আগস্ট ২০১৭/আরাফাত