সিরিজের শেষ টেস্টেও চাপে দক্ষিণ আফ্রিকা। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ৩৬২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৯ উইকেটে ২২০। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা।
অ্যান্ডারসন ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন ব্রড ও মঈন আলি। দক্ষিণ আফ্রিকার হয়ে বলার মতো রান করেন বাভুমার (৪৬)। আমলা করেন ৩০ রান
এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৬২ রানে। এক রানের জন্য শতরান হাতছাড়া করেন জনি বেয়ারস্টো (৯৯)। এছাড়া অর্ধশতরান করেছেন জো রুট (৫২) ও বেন স্টোকস (৫৮)।
দক্ষিণ আফ্রিকার সফল বোলার রাবাদা। তিনি ৪ উইকেট পান। ২টি করে উইকেট পান মরনি মরকেল, কেশব মহারাজ। চার টেস্টের সিরিজে ২–১ এগিয়ে আছে ইংল্যান্ড।
বিডি-প্রতিদিন/ ৬ আগস্ট, ২০১৭/ তাফসীর