স্পেশাল ওয়ান হিসেবেই তিনি খ্যাত। এবার খরচের তালিকা দীর্ঘ করে আরেকটি স্পেশাল রেকর্ড গড়লেন ম্যানইউ কোচ হোসে মরিনহো।
ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোতে তার কোচিং ক্যারিয়ার ১৭ বছরের। কোচ হিসেবে নিজের সেরাটা দিয়ে পোর্তো, চেলসি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে শিরোপা জিতিয়েছেন তিনি।
সম্প্রতি খেলোয়াড় কিনতে বিশ্বের সবচেয়ে খরুচে কোচ হিসেবে বিলিয়ন পাউন্ডের মাইলফলক পেরিয়েছেন স্ব-ঘোষিত এই নাম্বার ওয়ান।
ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে যোগ দিয়েই জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে পল পগবাকে দলে ভিড়িয়েছেন তিনি। এবারের দলবদলে আক্রমণে শক্তি বাড়াতে এভারটন থেকে রোমেলু লুকাকোকে নিয়ে এসেছেন তিনি। আর বেলজিয়াম এ তারকাকে দলে নেওয়ার মধ্য দিয়ে খেলোয়াড় কিনতে ১ বিলিয়ন পাউন্ডের বেশি খরচ করে ফেলেছেন পর্তুগিজ কোচ।
কোচ হিসেবে দীর্ঘ ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে ১.১ বিলিয়ন পাউন্ড খরচ করেছেন মরিনহো। খেলোয়াড় দলে ভেড়াতে খরুচে কোচদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কার্লো আনচেলত্তি। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখ কোচ মোট খরচ করেছেন ৯৭০ মিলিয়ন পাউন্ড।
অন্যদিকে কোচিং ক্যারিয়ারের সময়টা খুব লম্বা না হলেও এই তালিকায় তৃতীয় স্থানে ওঠে এসেছেন পেপ গার্দিওলা। কোচ হিসেবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ ঘুরে ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে রয়েছেন তিনি। খেলোয়াড় কিনতে স্প্যানিশ কোচ খরচ করেছেন ৮৫৯ মিলিয়ন পাউন্ড। ইল ওয়াকার, মেন্ডি এবং জন স্টোনসকে নিয়ে ইতিহাসের সবচেয়ে দামি রক্ষণ গড়েছেন গার্দিওলা।
তবে খরুচে কোচ হিসেবে নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে পারেন মরিনহো। কিলিয়ান এম্বাপে এবং রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলকে ওল্ড ট্রাফোর্ডে চাইছেন স্পেশাল ওয়ান। পর্তুগিজ কোচের ওই স্বপ্ন সত্যি হলে টাকার অঙ্কটা আরও বড় হবে।
বিডি প্রতিদিন/ ৬ আগস্ট, ২০১৭/ ই জাহান