মুশফিকুর রহীম। বাংলাদেশ ক্রিকেট দলের আস্থার প্রতীক এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। মাঠের পাশাপাশি পড়াশোনায়ও দারুণ মেধাবী এ ক্রিকেটার। খেলাধুলায় প্রচণ্ড ব্যস্ত থাকার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরে পেয়েছেন প্রথম শ্রেণি। এবার এমফিল শুরু করতে চান। নিজে অ্যাথলেট। তাই খেলাধুলার বিষয়টিকেই এমফিলের জন্য বেছে নিচ্ছেন তিনি।
জানা গেছে, দেশসেরা এই ব্যাটসম্যান আরো পড়াশুনা করতে চান, পেতে চান ডক্টরেট ডিগ্রি। খেলাধূলায় এমফিল করতে চান তিনি।
মুশফিকুর রহিমের সঙ্গে এমফিল করা তার বন্ধু আব্দুল্লাহিল মামুন নিলয় এমফিল করার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মুশফিক ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটি এম আতিকুর রহমানের অধীনে এমফিল করছেন। 'দক্ষিণ এশিয়ার ক্রিকেট ও বাংলাদেশ' শিরোনামে এমফিল গবেষণা করছে মুশফিক।'
শিক্ষা জীবনের শুরুটা বগুড়ার স্থানীয় স্কুলে করলেও পরবর্তী সময়ে মুশফিক যোগ দেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে। সেখান থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন জিপিএ-৫ নিয়ে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মুশফিক। দুটোতেই পেয়েছেন প্রথম শ্রেণি।
বিডি প্রতিদিন/ ৬ আগস্ট, ২০১৭/ ই জাহান