ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে ব্যর্থ সাকিবের দল জ্যামাইকা তালাওয়াসও ম্যাচটি জিততে পারেনি। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ১২ রানে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা।
ব্যাটিংটা ভালো না হলেও বোলিংটা ভালোই করেছেন সাকিব। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ডোয়াইন স্মিথকে তুলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
প্রথম ব্যাট করে ট্রাইডেন্টস শোয়েব মালিকের ৩৩ ও শেষ দিকে ওয়েন পারনেলের ২৫ রানের ওপর ভর করে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় তালাওয়াস। ব্যক্তিগত শূন্য রানেই ফিরে যান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। চারে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। তবে ৩ বলে ১ রান করে বোল্ড হয়ে ভক্ত ও সতীর্থদের হতাশ করেন তিনি। ওপেনার লেন্ডল সিমন্স ৫৩ রান করলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২ রানে হেরে যায় তালাওয়াস।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৭/মাহবুব