এবার বড়সড় অভিযোগে অভিযুক্ত বীরেন্দ্র শেবাগ। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরে সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ গেছে ৬০টিরও বেশি শিশুর। এই বিষয়ে শাসকদলকে বিঁধে এমন কোন সোশ্যাল পোস্ট করেননি শেবাগ। সেজন্য তাঁকে সারাদিনই ‘ট্রোলড’ হতে হল। সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিতর্কের মধ্যে হঠাৎ ঢুকে পড়েছেন শেবাগ স্বয়ং।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই দেশাত্মবোধক পোস্ট করেন বিধ্বংসী এই ব্যাটসম্যান। দেশের বিভিন্ন ইস্যুতেই মুখ খোলেন তিনি। তবে উত্তর প্রদেশের এই ভয়াবহ ঘটনায় শাসক দলকে দোষারোপের দিকে যাননি তিনি। বরং তিনি লিখেছেন, ‘‘নিষ্পাপ শিশুদের প্রাণ হারানোর ঘটনায় গভীরভাবে ব্যথিত। তবে এনকেফেলাইটিসে ৫০ হাজারেরও বেশি শিশুর মৃত্যু ঘটেছে।’’ দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘‘১৯৭৮ সালে প্রথম খবরে আসে সেই ঘটনা। ওই বছরেই আমি জন্মেছিলাম। এখনও আমরা একটি রোগের প্রকোপ থেকে শিশুদের রক্ষা করতে পারিনি।’’
অতীতের ঘটনা টেনে এনে গোরক্ষপুরের ঘটনার অভিঘাতকে প্রশমিত করার এই প্রচেষ্টাই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, শেবাগ আসলে বিজেপি ও নরেন্দ্র মোদির ‘দালাল’। বেশ কিছু মানুষ আবার সমালোচনা করে বলেছেন, ‘শাসক দলকে সমালোচনা করার মতো শক্ত শিরদাঁড়া শেবাগের নেই’। সূত্র: এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার