আর মাত্র চার দিন পরেই পর্দা উঠছে ২৯তম সাউথইস্ট এশিয়ান গেমসের। এবারের আয়োজক এশিয়ার ইউরোপখ্যাত পর্যটন নগরী মালয়েশিয়া। সাউথইস্ট এশিয়ান গেমসকে সামনে রেখে যেমন সেজেছে কুয়ালালামপুর ও তার আশ-পাশের শহরগুলি, তেমনি নিরাপত্তা ব্যাবস্থা ও করা হয়েছে ব্যাপক জোরদার।
এর আগে, মালয়েশিয়ায় বিভিন্ন বড় বড় আসর বসলেও এরকম নিরাপত্তা ব্যবস্থা এর আগে কখনো দেখা যায়নি। তবে সম্প্রতি মাস কয়েক আগে আইএস এর সাথে সম্পৃক্ততা আছে এমন সন্দেহে দুই/তিনটি দেশের কয়েকজনকে গ্রেফতার করায় সাউথইস্ট এশিয়ান গেমস উপলক্ষে মালয়েশিয়া পুলিশ বিভাগ একটু নড়েচড়ে বসেছে, পুরো মালয়েশিয়াতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এক কথায় পুরো মালয়েশিয়া এখন নিরাপত্তার চাদরে ঢাকা।
সাউথইস্ট এশিয়ান গেমসকে সামনে রেখে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে এমন নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলি।
শুক্রবার দেশটির লাবুয়ান প্রদেশের অভিবাসন বিভাগের একটি অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মহাপরিচালক বলেন, অবৈধ অভিবাসী এবং সন্দেহভাজন সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে মালয়েশিয়া অভিবাসন বিভাগ দেশটির ১৩৭টি প্রবেশপথ কঠোরভাবে নজরদারি করছে। দেশে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের অবৈধ প্রবেশ পথ হিসেবে বেশ কয়েকটি চোরাপথও চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশাবাদী সম্প্রতি জারিকৃত সীমান্ত নিরাপত্তা এজেন্সি আইন (AKSEM) মালয়েশিয়ায়-থাইল্যান্ড সীমান্তসহ অন্যান্য পথে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে আরও চাপ প্রয়োগ করা হবে।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/মাহবুব