বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কিছুটা এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে এরই মধ্যে দুঃসংবাদ পেল স্মিথবাহিনী। দ্বিতীয় টেস্টে দলের অন্যতম সেরা পেসার জস হ্যাজেলউডকে পাবে না তারা।
শুধু তাই নয়, আসন্ন ভারত সিরিজ থেকেও ছিটকে পড়েছেন হ্যাজেলউড। কারণ বাংলাদেশ সফরের পরই ভারতের মাটিতে খেলতে উড়াল দেবে অজিরা।
তবে, টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে দলের প্রয়োজনে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামানো হতে পারে হ্যাজেলউডকে।
মিরপুরে টেস্টের তৃতীয় দিন সাইড ইনজুরিতে পড়েন এ পেসার। ফলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মধ্যাহ্ন বিরতির আগেই মাঠ থেকে তাকে তুলে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৭/মাহবুব