মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বিশ্বসেরা ক্রিকেটারদের প্রশংসায় ভাসছে টিম বাংলাদেশ। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরেন্দর শেবাগ কিংবা মাইকেল ক্লার্ক, সকলের মুখেই বাংলাদেশের দুর্দান্ত পারর্ফমেন্সের কথা। আর সেই বার্তার নায়ক টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবের সবচেয়ে বড় প্রশংসাটা করেছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ম্যাশ বলেন, 'তামিম ইকবাল, তুমি বিশ্বের সেরা ওপেনারদের একজন। তাইজুল, তুমি অসাধারণ একজন বোলার। মিরাজ, তুমি দারুণ। মুশফিক, ছোট হলেও দারুণ কার্যকর ইনিংস খেলেছ তুমি যেটা অন্যদের সহায়তা করেছে। তবে সাকিব আল হাসান, তুমি একজন জীবন্ত কিংবদন্তি। তোমার মতো আর কেউ নেই। ২২ গজের মাঠে থাকার জন্যই তোমার জন্ম হয়েছে। জয় বাংলা। সবাইকে ঈদ মোবারক।'
ঢাকা টেস্টে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে ২০ রানে বিধ্বস্ত করে বাংলাদেশ ক্রিকেট দল। চতুর্থ দিনেই অসিদের হারের লজ্জা দেয় টাইগাররা। আর এতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রানের পাশাপাশি ৬৮ রানে তুলে নেন পাঁচ উইকেট। পরে দ্বিতীয় ইনিংসেও ২৮ ওভার বল করে ৮৫ রানের বিনিময়ে পাঁচ উইকেট পান তিনি। বলাই বাহুল্য যে, সাকিবের এই উজ্জ্বল অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা সম্ভব হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ