ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে গৌরব তিলক মেখেছে টাইগাররা। এই জয়ে আনন্দে ভাসছে গোটা বাংলাদেশ। বলা হচ্ছে, ঈদের আগে ঈদ। গোটা বিশ্ব ক্রিকেট সাকিব-তামিমদের নৈপুণ্যে মুগ্ধ হয়েছেন।
তবে এই ম্যাচ জয়ে সাকিব,তামিম,তাইজুল ও মিরাজ ছাড়া বাকিদের পারফরম্যান্সটা কতটুকু ছিল। জয় পেয়ে কি সৌম্য, ইমরুল ও সাব্বিরের ব্যর্থতা ঢাকা পড়ে যাবে। ভক্তদের মনে কিন্তু সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার এই টেস্টের আগে মুমিনুলের মতো ক্রিকেটারকে স্কোয়াডে নেওয়ায় নিয়েও নাটকীয়তা কম হয়নি। পরে দলে ঠাই পেলেও জায়গা হয়নি একাদশে। অথচ এই মুমিনুলকেই বিশ্ব তকমা দিয়েছে লিটল ব্রাডম্যান হিসেবে। যার গড় রান রেট বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভাল (৪৬.৮৮)। দ্বিতীয় সর্বোচ্চ গড় তামিম ইকবালের (৪০.২৭)। আর সৌম্যের টেস্ট গড় ৩৩.৬০ এবং ইমরুলের ২৭.১৮।
২০১৩ সালের ৮ই মার্চ শ্রীলঙ্কার গলে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত মুমিনুল হক টেস্ট খেলেছেন ২২টি। মোট রান ১৬৮৮, সর্বোচ্চ সংগ্রহ ১৮১ রান। ২২ ম্যাচে সেঞ্চুরি ৪টি এবং হাফ সেঞ্চুরি ১১টি।
তাই ভক্তদের মনে প্রশ্ন উঠছে দ্বিতীয় টেস্টেও কি একাদশ থেকে উপেক্ষিত থাকবেন মুমিনুল। নাকি ব্যর্থ সৌম্য-ইমরুলরাই উইনিং কম্বিনেশন ধরে রাখার অজুহাতে মূল একাদশে থেকে যাবেন।
ফেসবুকে মোশতাক আহমেদ নামের এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ‘আমরা কিছুতেই বুঝতে পারছি না যে, মুমিনুল হকের মতো একজন বিশ্বমানের টেস্ট ব্যাটসম্যান কিভাবে একাদশের বাইরে থাকেন। সৌম্য সরকার, ইমরুল কায়েস ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। এরপরও তাদের বারবার সুযোগ দেয়া হচ্ছে। অথচ, মুমিনুল-মাহমুদউল্লাহকে দলের বাইরে রাখা হচ্ছে। আমরা তাদের একাদশে দেখতে চাই।’
বিডি প্রতিদিন/ ৩১ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান