অন্যরকম এক নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে ক্যারিয়ারে নিজের ট্রিপল সেঞ্চুরির ম্যাচে সবচেয়ে বেশিবার নট-আউট থাকার বিশ্ব রেকর্ড করলেন ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
বৃহস্পতিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে সিরিজ জয়ী ভারতের কাছে উপলক্ষ্য যেন শুধুই ধোনি। ৩০০ ওয়ান ডে ম্যাচে খেলতে নামেন ধোনি৷মাইলস্টোন ম্যাচে দু-দু’টি বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে এদিন কলম্বোর প্রেমাদাসায় নামেন সাবেক ভারত অধিনায়ক।
এই ম্যাচে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৯ রানে অপরাজিত থাকেন ধোনি। সেই সঙ্গে টপকে যান শন পোলক ও চামিন্ডা ভাসকে। পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ম্যাচে অর্থাৎ নিজের ২৯৯টি ওয়ান ডে ম্যাচে ৭২ বার নট-আউট থেকে পোলক ও ভাসের সঙ্গে সর্বাধিক অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছেন ধোনি। বৃহস্পতিবার অপরাজিত থেকে সর্বাধিক নট-আউট থাকার বিশ্ব রেকর্ড গড়লেন ধোনি।
বিডি প্রতিদিন/ ১ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর