গত সপ্তাহে লিয়ঁর বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মধ্যে লীগ ম্যাচে একটি পেনাল্টি নেয়ার বিষয়ে নেইমার ও এডিনসন কাভানির মধ্যে সৃষ্ট উত্তেজনার বিষয়ে মুখ খুলেছেন ক্লাবটির প্রধান কোচ উনাই এমেরি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘তারা দু’জন খুবই প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়। দু’জনই চায় সবার আগে সেরাটা দলের জন্য দিতে। এরপর আসছে ব্যক্তিগত বিষয়।’
তিনি বলেন, ‘স্কোয়াডের মধ্যে চমৎকার একটি পরিবেশ বিরাজ করছে। ম্যাচ পরবর্তী সময়ে একটু আবেগের বিষয় থাকে। সেটি নিয়ে তর্কবিতর্ক চলতেই পারে। সাধারণ মানুষ মনে করছে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। কিন্তু তারা স্বাভাবিক অবস্থায় আছেন। যে কোনো ম্যাচের পরই বিভিন্ন বিষয় নিয়ে সাময়িক মন কষাকষি হয়েই থাকে। কিন্তু সেটি কখনো মাত্রা ছাড়ায় না কিংবা দলের পরিবেশ নষ্ট করে না।’
বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম