হাশিম আমলাকে ফিরিয়ে চতুর্থ দিনের শুরুতেই সফলতা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ২৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরে গেছেন তিনি। যদিও পরের অভারে শফিউলের বলে ক্যাচ উঠেছিল বাভুমার, কিন্তু পয়েন্টের সহজ ক্যাচটি তালুবন্দী করতে পারেন ইমরুল কায়েস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ৭৯ রান। তাতে লিড ২৫৫ রানের।
এর আগে, দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করার পর মুমিনুল ও মাহমুদুল্লাহর অর্ধশতকের ওপর ভর করে বাংলাদেশ ৩২০ রান সংগ্রহ করে। এরপর তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৭/মাহবুব