পচেফস্ট্রম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে এসে পাহাড়সম রান গড়ছে প্রোটিয়ারা। দিনের শুরুতে আমলাকে মুস্তাফিজ ফেরালেও। নতুন করে জুটি গড়েন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও ভাবুমা। দুজনে মিলে ১৪২ রানের জুটি গড়েন। আর সে জুটিতে ছেদ টানলেন অনিয়মিত বোলার মুমিনুল হক।
ফাফ ডু প্লেসিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮১ রানে সাজঘরে ফেরত পাঠান মুমিনুল। ব্যাটিংয়ের পর এবার বল হাতেও চমক দেখালেন লিটল ব্রাডম্যান। অথচ তাকে দলে নেওয়া নিয়ে কত টালবাহানাই না হল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ২১২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। লিড পেয়েছে ৩৮৮ রানের। ৬৯ রানে অপরাজিত আছেন টেম্বা ভাবুমা। তবে বৃষ্টির কারণে বর্তমানে খেলা বন্ধ রয়েছে।
বিডিপ্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান