বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টির পর ফের শুরু হয়েছে। আর শুরুতেই ফের প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানলেন মুমিনুল হক।
৭১ রানে টেম্বা ভাবুমাকেও সাজ ঘরে ফেরান মুমিনুল। দারুণ এক ক্যাচ ধরেন লিটন দাস। এর পরেই কুইন্টাইন ডি কককে সাজ ঘরে পাঠান মুমিনুল হক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। লিড পেয়েছে ৩৮৯ রানের।
এর আগে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে এসে পাহাড়সম রান গড়ছে প্রোটিয়ারা। দিনের শুরুতে আমলাকে মুস্তাফিজ ফেরালেও নতুন করে জুটি গড়েন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও ভাবুমা। দুজনে মিলে ১৪২ রানের জুটি গড়েন। আর সে জুটিতে ছেদ টানলেন অনিয়মিত বোলার মুমিনুল হক। ফাফ ডু প্লেসিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮১ রানে সাজঘরে ফেরত পাঠান মুমিনুল।
বিডিপ্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান