দলে সুযোগ না মেলায় স্টেডিয়ামের মধ্যে ম্যাচ চলাকালে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন পাকিস্তানের প্রথম শ্রেণির এক ক্রিকেটার।
গুলাম হায়দার আব্বাস নামে ডান-হাতি ওই ফাস্ট বোলার অভিযোগ করেন, দলে সুযোগ দেওয়ার জন্য নির্বাচকরা তার থেকে টাকা দাবি করেন। বারবার প্রত্যাখ্যাত হওয়ায় ধৈর্য্য হারিয়ে কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচ চলাকালে স্টেডিয়ামে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। কিন্তু, আশেপাশের লোকরা তাকে ধরে ফেলেন।
হায়দার আব্বাস লাহোর অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চল থেকে এসেছেন। ওই ক্রিকেটারের দাবি, মধ্যবিত্ত পরিবার থেকে সে উঠে এসেছে বলেই এই বঞ্চনা সহ্য করতে হচ্ছে। তিনি বলেন, আমাকে বলা হয়, লাহোর দলে খেলতে হলে আমাকে টাকা দিতে হবে।
হায়দার আব্বাস হুঁশিয়ারি দেন, যদি এই বিষয়টি পিসিবি না খতিয়ে দেখে, তাহলে তিনি এবার গদ্দাফি স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে আত্মহত্যা করব।
বিডি প্রতিদিন/০১ অক্টোবর ২০১৭/আরাফাত