পচেফস্ট্রমে নো বলের কল্যাণে এ যাত্রায় বেঁচে গেলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ওভারে তামিম-মুমিনুলকে শিকারের পর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই মুশফিকের স্টাম্প উড়িয়ে দেন মরনে মরকেল।
কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বলটি ফেয়ার ডেলিভারি ছিল কি না তা দেখতে গেলে থার্ড আম্পায়ার নো বলের ঘোষণা দেন। ফলে আবারও ব্যাট করার সুযোগ পান মুশফিক। তাই বলতেই পারেন, নো বলের কল্যাণে আউট হওয়ার পরও ব্যাট করছেন মুশফিক!
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শূন্য রানে নেই বাংলাদেশের ২ উইকেট!
প্রথম ওভারেই তামিম ইকবালকে বোল্ড করার পর মুমিনুল হককেও এলডব্লিউর ফাঁদে ফেলেন এ বোলার। অার স্কোর বোর্ডে কোনও রান যোগ না করেই সাজ ঘরে ফিরতে হয়েছে দুজনকে। অবশ্য মুমিনুলের আউটের সিদ্ধান্তটা সঠিক ছিল না। বোল উইকেটে হিট করে নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
বিডিপ্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান