চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে যে কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে পিচ, সেটা বৃষ্টির পর প্রোটিয়াদের ইনিংসের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল। বল এতটাই টার্ন করছিল যে মুমিনুলই হয়ে গেলেন স্পেশ্যালিস্ট স্পিনার। অবস্থা বেগতিক দেখা ইনিংস আর লম্বা করলো না স্বাগতিকরা। ৬ উইকেটে ২৪৭ রান তোলা প্রোটিয়ারা ঘোষণা করে দেন ইনিংস। লিড তখন ৪২৩ রানের।
৪২৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ইনিংসের চতুর্থ বলে মরনে মরকেলের অফ স্ট্যাম্পের বাইরের বল টার্ন করবে বলে সোজা ব্যাট রাখেন তামিম। কিন্তু সেটা ব্যাট না লেগে সোজা স্ট্যাম্প ভেঙে দেন। তামিমের বিদায়ের পর তিন নম্বরের ব্যাটিংয়ে নামেন গত ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার মুমিনুল হক। কিন্তু দুর্ভাগ্য প্রথম বলেই এলবিউব্লিউ আবেদন। সাড়া দিলেন না আম্পায়ার। পরের বলে আবারও জোরালো আবেদন। এবার আঙ্গুল তুলে দিলেন আম্পায়ার।
মুমিনুল রিভিউ নিতে চেয়েছিলেন, কিন্তু অপর প্রান্ত থেকে ইমরুল কায়েস তাকে নিষেধ করলেন। কোনো কথা না বলে সাজঘরে চলে গেলেন তিনি। এরপর রিভিউতে দেখা গেল, আগের বলের মতো মুমিনুলের ষষ্ঠ বলটিও লেগ স্ট্যাম্প মিস করতো। অর্থাৎ রিভিউ নিলে নিশ্চিত বেঁচে যেতেন মুমিনুল। কিন্তু দুর্ভাগ্য, সতীর্থের কথায় আস্থা রেখে নিজের উইকেট বিলিয়ে আসলেন মুমিনুল।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৭/মাহবুব