ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। নাগপুরে পঞ্চম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য ভারতকে করতে হবে ২৪৩ রান।
প্রথম তিনটি ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। চতুর্থ ওয়ানডেটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ ভারত জিতলে ৪-১ ব্যবধানে সিরিজ জিতবে। আর অস্ট্রেলিয়া জিতলে ৩-২ ব্যবধানে সিরিজ হারবে।
অস্ট্রেলিয়ার ২৪২ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৩ রান করেছেন ডেভিড ওয়ার্নার। তিনি ৬২ বলে ৫টি চারের সাহায্যে এই রান করেন। ৪টি চার ও ১ ছক্কায় ৪৬ রান করেছেন মার্ক স্টয়েনিস। ৪২টি রান এসেছে ত্রাভিস হেডের ব্যাট থেকে। এ ছাড়া অ্যারোন ফিঞ্চ করেছেন ৩২ রান।
বল হাতে ভারতের সেরা বোলার অক্ষর প্যাটেল। ১০ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। ২টি উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ১টি করে উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও কেদার জাদব।
বিডিপ্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান