প্যারিস সেইন্ট জার্মেইনের জয়রথ ছুটে চলছেই। শনিবার রাতেও নিজেদের মাঠে বোর্দোকে ৬-২ গোলে হারিয়েছে পিএসজি। দলের জয়ে জোড়া গোল করেছেন নেইমার। গোল পেয়েছেন কাভানিও। ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলের পর ম্যাচের একমাত্র পেনাল্টি কিকটাও নেন নেইমার। সেখানেও গোল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
যা দেখে মনে হতে পারে তাহলে পেনাল্টি এখন থেকে নেইমারই নেবেন। কিন্তু, না। নেইমার ও কাভানি দু'জনই পেনাল্টি কিক নেবেন। ম্যাচে দু'টি পেনাল্টি হলে একটি নেইমার, অন্যটি নেবেন কাভানি। কোচ উমাই এমেরির মধ্যস্থতায় এভাবেই আপাতত সমস্যাটা মিটে গেছে বলে জানিয়েছেন পিএসজির বেলজিয়ান মিডফিল্ডার থমাস মুনিয়ের। বোর্দোর বিপক্ষে ম্যাচ জয়ের পর এমনই তথ্য জানান তিনি।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৭/মাহবুব