ভারতে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে অনুমতি দেয়নি ফিফা। ৬ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হচ্ছে যুব বিশ্বকাপ। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত্ত জানান, একটা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও তা বাতিল করতে হল। ফিফা জানিয়েছে, অনুষ্ঠানের কোনও দরকার নেই। আর নির্ধারিত ২০ মিনিটে কোনও অনুষ্ঠান করা সম্ভব নয়।
৬ অক্টোবর উদ্বোধনী ম্যাচ শুরুর আগে ভাষণও দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভারতের মাটিতে প্রথম ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করতে থাকছেন দেশটির সেরা পাঁচ অধিনায়ক।
বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রায় ২৫ হাজারের উপর টিকিট কিনে নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। যে টিকিটে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের জন্য খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে। সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা