দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন আলোচনায় থাকা নাসির হোসেন ও সাইফ উদ্দিন। আর বাদ পড়েছেন চোখের ইনজুরিতে পড়া মোসাদ্দেক হোসেন সৈকত এবং শফিউল ইসলাম।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সাইফ উদ্দিন।
এর আগে বুধবার বাংলাদেশের বিপক্ষে ১৪ সদস্যের দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফারহান বেয়ারদিয়েন, জেপি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, ডেন প্যাটারসন, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদা।
উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর কিম্বারলিতে হবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ পার্ল ও ইস্ট লন্ডনে যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৭/আরাফাত