চুয়াডাঙ্গার জাফরপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টে অংশ নেবে দেশের ১৬টি জেলার ফুটবল দল।
শুক্রবার বেলা তিনটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে ব্যাপক। শহর সাজানো হয়েছে প্লাকার্ড ও বিলবোর্ডে। ব্যান্ড পার্টি বুধবার থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে উদ্বিপ্ত করছে চুয়াডাঙ্গার মানুষদের।
বৃহস্পতিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্টিত হয় সংবাদ সম্মেলন। ওই অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, চুয়াডাঙ্গার মানুষ ফুটবলপ্রিয়। দু'দিন আগে থেকেই তাদের মধ্যে আমেজ শুরু হয়ে গেছে। শুক্রবার স্টেডিয়াম গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকবে বলে মনে হচ্ছে।
টুর্নামেন্টে চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, ঝিনাইদহ, মাগুরা, নাটোর, নড়াইল, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সাতক্ষীরা ও যশোর জেলা দল অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গা জেলা দল মেহেরপুর জেলা দলের মুখোমুখি হবে। নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর।
টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্টরা জানান, অংশ নেওয়া ১৬ জেলার যেসব খেলোয়াড়রা ঢাকার বড় দলে খেলে থাকেন তারা তাদের নিজ জেলার জন্য চুয়াডাঙ্গা স্টেডিয়ামে এসে খেলবেন। এছাড়া প্রায় সব জেলা দলেই থাকবে দেশের বাইরের ভাল কিছু ফুটবলার। এসব কারণে টুর্নামেন্টটি বেশ আলোচিত হবে এবং চুয়াডাঙ্গাসহ পাশের জেলার দর্শকরা এখানে এসে নিয়মিত খেলা দেখবেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার উদ্বোধনী দিনে ৫ হাজার দর্শক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। মাঠে প্রবেশের আগে প্রত্যেক দর্শকের হাতে একটি করে জাতীয় পতাকা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় এবং খেলা চলাকালে গুরুত্বপূর্ণ সময়ে তারা জাতীয় পতাকা প্রদর্শন করবে। এতে উৎসবের আমেজ আরও বাড়বে।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা