আগামী ১৪ অক্টোবর আন্তর্জাতিক বিরতির পর লীগ ম্যাচে ফিরবে বার্সেলোনা। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ওয়ান্ডা মেট্রোপলিটিনোতে লা লীগার এ্যাওয়ে ম্যাচে যাবেন না কোন বার্সা সমর্থক। তবে যৌক্তিক কারণে কোন সমর্থক ছাড়াই ম্যাচে অংশ নেবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি।
আর সে ম্যাচে বার্সা সমর্থক না থাকার কারণ, নবনির্মিত স্টেডিয়ামটিতে কাতালানদের চাহিদা মাফিক টিকিট প্রদানে অপারগতা প্রকাশ করে। আর সে কারণেই তাদের সমর্থকরা সেখানে উপস্থিত থাকতে পারছেন না। তবে ৬২ জন সদস্য টিকিট ক্রয় করেছেন। তাই কেবল তারাই সেখানে উপস্থিত হতে পারবেন।
গত সপ্তাহে কাতালানদের স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের কারণে সৃষ্ট উত্তেজনার পর এবার নতুন করে এই সমস্যাটির সৃষ্টি হয়েছে। লাস পালমাসের বিপক্ষে সেদিনের ম্যাচটি অবশ্য স্থগিত করার আবেদন জানিয়েছিল কাতালান জায়ান্টরা। কিন্তু লা লীগা তাতে সারা দেয়নি।
বিডি প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৭/আরাফাত