নেইমারের সঙ্গে পেনাল্টি বিতর্কের ইতি টানলেন উরুগুয়ের তারকা ফুটবলার কাভানি। তার মতে নেইমারের সঙ্গে পেনাল্টি মারা নিয়ে বিতর্ক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল।
কাভানি বলেন, মাঠে অনেক রকম সমস্যা হয় কিন্তু ড্রেসিংরুমে তা মিটে যায়। এক্ষেত্রেও তাই হয়েছিল। আসলে সামান্য একটা বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বিশালভাবে সামনে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য লিগ ওয়ানের ম্যাচে পেনাল্টি পেয়েছিল পিএসজি। পেনাল্টি নেইমার মারতে চাইলেও কাভানি তাকে মারতে দেননি। কভানি পেনাল্টি মিস করার পর বিতর্ক আরও বাড়ে। শোনা যায় পিএসজি মোটা অঙ্কের টাকা দিয়ে না কি কাভানিকে পেনাল্টি মারা থেকে বিরতও থাকতে বলে।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ তাফসীর