অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়ে এখন মেঘের উপর দিয়ে হাঁটছে বিরাট কোহলির ভারত। সিরিজে রোহিত শর্মা করেছেন সর্বাধিক রান। আর সিরিজ সেরা হয়েছে হার্দিক পাণ্ডে। তবে এই সিরিজে ভারতীয় দলের দুই উঠতি স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের অবদান ভুলে গেলে হবে নাহ। এবার এই দুই স্পিনার জানালেন মাঠের বাইরে নারী ভক্তদের কীভাবে সামলান তারা।
চাহাল জানান, আমি অনেক কথা বলি। কোনও মেয়ে সামনে এলে চুপ করে যাই। মেয়েদের দেখলে খোলসে ঢুকে পড়ি। ৫-৬ বছর ধরে যাদের চিনি, জানি, সেক্ষেত্রে ঠিক আছে। প্রথমবার কেউ এলে, আমি আর কথা বলতেই পারি না। হাসি মুখে চলে যাই।
আর এই প্রসঙ্গে কুলদীপ বলেন, আমার কাছে এটা বিশেষ কোনও সমস্যা নয়। আমি খুব বেশি কথা বলি না। অনেকদিন ধরে কাউকে জানলে, অল্প কথাবার্তা বলি। আমিও চাহালের মতোই করি। আমি খুবই লাজুক। আমার চারপাশে খুব বেশি নারী নেই। স্কুলে পড়ার সময়ে ক্রিকেটেই মনোযোগ থাকত।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ তাফসীর