চার বছর পর তামিম-সাকিবকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ দল। শেষবার দলের দুই সেরা ক্রিকেটারকে ছাড়া মাঠে নেমেছিল ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। লঙ্কানদের বিপক্ষে সেবার দারুণ পারফরম্যান্স করলেও এবার প্রেক্ষাপট ভিন্ন।
প্রথম টেস্টে ফ্ল্যাট উইকেটে খেলা হলেও দ্বিতীয় টেস্টে ভিন্ন উইকেটে খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। মূলত স্বাগতিকদের অধিনায়ক ডু প্লেসিসের চাওয়াতেই পেস বান্ধব উইকেটে খেলা হবে দ্বিতীয় টেস্ট।
সাকিব-তামিম বিহীন বাংলাদেশ দলকে তাকিয়ে থাকতে হবে অধিনায়ক মুশফিকের উপরেই। এইদিকে তামিমের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পাবেন আরেক ওপেনার সৌম্য সরকার। সেক্ষেত্রে নিজেকে প্রমাণ করার আরো একবার সুযোগ পেলেন অফ-ফর্মে থাকা ইমরুল কায়েস।
সাকিব-তামিমবিহীন বাংলাদেশ দলের সামনে যে কঠিন লড়াই অপেক্ষা করছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। সাকিবেপ্রথম টেস্টেও ছিলেন না। দ্বিতীয় ম্যাচে তামিমও নেই। তাই স্বস্তিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তিনি বলেন, তামিমের না খেলা আমাদের দলের জন্য ভালো খবর। কারণ, আমার চোখে ও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। অনেক অভিজ্ঞও। আর এমন কন্ডিশনে কিভাবে ব্যাটিং করতে হয়, তা তামিম জানে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৭/ফারজানা