দক্ষিণ আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য যে কঠিন হবে সেকথা সকলেরই জানা ছিল। সাদা পোশাকে প্রোটিয়া তা প্রমাণও করেছে। দুই বিশাল জয়ে টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। সামনে এবার রঙিন পোশাকের খেলা। ১৫ অক্টোবর শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
মূল খেলা শুরুর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। সেখানেও ৬ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়া। তবুও বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না তারা। এ ব্যাপারে প্রোটিয়াদের বিশেষজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির বলেছেন, ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারানো সহজ হবে না।
তাহির বলেছেন, ফেভারিট হওয়া সত্ত্বেও বাংলাদেশকে সমীহ করেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে, সেমিফাইনালে উঠেছে। মানুষ যত যাই ভাবুক, বাংলাদেশকে হারানো মোটেও সহজ নয়। যেকোন ম্যাচের আগে আমরা যেমন প্রস্তুতি নিয়ে থাকি এবারও সেভাবেই নিতে হবে।
প্রোটিয়া এই স্পিনার আরও বলেন, গত দু-তিন বছর বছর ধরে আমরা যেভাবে খেলছি তা চালিয়ে যেতে পারলে যেকোন দলকেই আমরা হারাতে পারব। দক্ষিণ আফ্রিকার মৌসুমে এটাই প্রথম ম্যাচ। আমরা এর জন্য মুখিয়ে আছি। চেষ্টা করব খেলার সবদিকেই আধিপত্য বিস্তার করতে।
বাংলাদেশের বিপক্ষে ১৫ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করছে দক্ষিণ আফ্রিকা। সেদিন কিম্বার্লিতে ম্যাচ। ১৮ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে পার্লে। আর ২২ অক্টোবর শেষ ম্যাচটি হবে ইস্ট লন্ডনে।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ