চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানকে তাতিয়ে দিয়েছিলেন সুনীল গাভাসকার ও রবি শাস্ত্রী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের ম্যানেজার তালাত আলি এমনই দাবি করেছেন।
গ্রুপ পর্বে ভারত উড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে। কিন্তু ২ দলই আবার ফাইনালে মুখোমুখি হয়। কিন্তু ফাইনালের ফল হয়েছিল একেবারে উল্টো। ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ফাইনালের আগে ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাসকার ও রবি শাস্ত্রী এগিয়ে রেখেছিলেন ভারতকে।
পাকিস্তান দলের তৎকালীন ম্যানেজার তালাত আলি বলেছেন, ‘সুনীল গাভাসকার ও রবি শাস্ত্রীর বিশ্লেষণ গোটা দল শুনেছিল। দুই বিশেষজ্ঞ ভারতকেই ফেবারিট মনে করেছিলেন। যা শোনার পর গোটা দলই চার্জড আপ হয়ে যায়। ক্রিকেটাররা প্রতিজ্ঞা করেছিল মাঠেই এর জবাব দেবে।’ এরপরের বাকিটা ইতিহাস।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর