দেশের বাইরে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে ১২ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এর উদ্বোধনী হলো কুয়েত বুলেভার্ড পার্ক পার্ক সালমিয়া স্টেডিয়াম গ্রাউন্ডে। প্রথম দিনে মাঠে নেমেছে মারাফি কুয়েতিয়া স্পোর্টিং ক্লাব ও ইয়োথ স্পোর্টিং ক্লাব।
খেলার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম। টুর্নামেন্টটি স্পন্সর করছে মারাফি কুয়েতিয়া গ্রুপ অফ কোম্পানি। এই টুর্নামেন্টে কুয়েত প্রবাসী বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গঠিত ১২টি দল অংশ নেবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৬ ডিসেম্বর।
বাংলাদেশ স্কুল এবং বাংলাদেশ কমিউনিটির সভাপতি মারাফি কুয়েতিয়া গ্রুপ অফ কোম্পানির সিইও বিশিষ্ট ব্যবসায়ী কাজী শহিদ ইসলাম পাপুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথে বাঙালি জাতির ইতিহাস সারা বিশ্বে ছড়িয়ে দিতেই এমন আয়োজন। কারণ তিনি কোনো দলের নন। পুরো বাঙালি জাতির পিতা।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৭/ফারজানা