বিরাট কোহলি নিজেকে রোনালদো মনে করেন। সে কারণেই ফুটবল মাঠে নেমে পড়বেন বিরাটরা। ১৫ অক্টোবর ‘সেলিব্রিটি ক্ল্যাসিকো’ ম্যাচ। এই ম্যাচ হবে বলিউডের তারকাদের বিরুদ্ধে। ‘অল হার্ট এফসি’-কে নেতৃত্ব দেবেন বিরাট। আর ‘অল স্টার এফ সি’-কে অভিনেতা রণবীর কাপুর।
স্টার স্পোর্টসের তরফে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যে ভিডিওতেই বিরাট খোলসা করেছেন এই ম্যাচ নিয়ে নিজের ভাবনার কথা। জানিয়েছেন ভারতীয় দলে সেরা ফুটবলটা কে খেলে, তার নামও। বিরাট বলেছেন, ‘জানেন, একজন জানতে চেয়েছে, ফিফা যদি আমাকে রেটিং দিত, তা হলে কত নম্বরে রাখত? মনে হয় ৯৮। তার থেকে কম নম্বরে মোটেই নয়। আমি শুটিংয়ে ভাল। আমার ডান পা ভাল চলে, বাঁ পাও সক্রিয়। একজন ফুটবলার হিসেবে আমি সম্পূর্ণ। মনে মনে তো তাই নিজেকে রোনালদো মনে হয়।’
রসিকতা করলেও, বিরাট কথাগুলো বলেছেন বেশ সিরিয়াস ঢঙে। বিরাট জানিয়েছেন, ‘বাঁদিকের উইং থেকে আমার কাজ হবে বলটা ঠিক জায়গায়, ঠিক লোককে দেওয়া। এম এস (ধোনি) থাকবে ডানদিকের উইংয়ে। ওর গতি আছে। প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকাও নিতে পারে। আসলে ও পাসগুলো ঠিক ঠিক বুঝতে পারে। তবে আমাদের দলের সেরা ফুটবলার কে যদি জানতে চান, তা হলে বলব মণীশ পান্ডে। মিডফিল্ডে ও খেলবে। গোলকিপিং সামি বেশ ভাল করে। তবে গ্লাভসটা এবার কার হাতে থাকবে, এখনও সিদ্ধান্ত নিইনি।’
অতএব অনেক কিছুই যে ভেবে রেখেছেন বিরাট, কথাতেই পরিষ্কার। তাই তো রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলিউড তারকাদের। বিরাট সাফ জানিয়েছেন, এই ম্যাচে স্টাইল নয়, শক্তিই আসল। যে দলের সেটা থাকবে, বাজিমাত তারাই করবে। সুতরাং এই ম্যাচটাকেও যে বেশ সিরিয়াস ভাবেই নিচ্ছেন বিরাট, এটুকু বুঝতে বাকি নেই।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর