পেশির ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম। এমন সুসংবাদে মাশরাফি বাহিনী বেশ ফুরফুরে ছিল। কিন্তু দিন শেষে মুস্তাফিজের চোটের খবরে অনেকটাই ফিকে হয়ে গেছে সে সুসংবাদ। পা মচকে যাওয়ায় কিম্বার্লিতে আজ খেলছেন না মোস্তাফিজুর রহমান।
জানা গেছে শনিবার অনুশীলনের সময় চোট পান বাংলাদেশ দলের এ বাঁহাতি পেসার।
দলের প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু জানান, ওভালে গা গরমের জন্য ফুটবল খেলার সময় অ্যাংকেল মচকে যায় মোস্তাফিজের। তাই প্রথম ওয়ানডেতে খেলতে পারছে না মুস্তাফিজ। পরের ম্যাচে খেলতে পারবেন কিনা, সেটা বোঝা যাবে আজ তার পায়ের অবস্থা দেখে।
বিডিপ্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান