টেস্ট সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বেশ কিছু কথা বলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এর জেরে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয়া হবে কী না এমন প্রশ্নও উঠে। তবে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান এমন বিতর্কে যেতে চান না। তার মতে, কোনো সমস্যা হলে মিডিয়া নয়, বোর্ডের বা যেখান থেকে সমস্যা হচ্ছে সেই টিম ম্যানেজমেন্টের সঙ্গেই আলোচনা করা উচিত।
আকরাম খান বলেন, টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের দায়িত্বে যারা আছেন, তাদের বললে অন্তত সমস্যার সমাধান হবে। কিন্তু মিডিয়ায় বললে সমাধানের চাইতে আপনার সমস্যা আরও বাড়বে।আমাদের অনেক কিছুরই উন্নতি হয়েছে। তবে কীভাবে মিডিয়াতে কথা বলতে হয়, সেটাও ভালোভাবে জানতে হবে।
আকরাম খান আরও বলেন, তিন-চার বছরে আপনি এক-দুইটা ম্যাচ খারাপ করতেই পারেন। বাকি নয়টা টেস্ট খেলুড়ে দেশেরও কিন্তু ছোটখাটো সমস্যা আছে। যারা এই সমস্যার সমাধান করতে পারবে, আপনাদের উচিত তাদের কাছেই যাওয়া।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/ফারজানা