ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু এই মুহূর্তে জাতীয় দলে নেই তিনি। শ্রীলঙ্কা ও অজি সিরিজে দলের বাইরে থাকার পরে, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জাতীয় দলে জায়গা হয়নি তার। দলের বাইরে থাকার যন্ত্রণার পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল তাকে।
বিতর্কের সূত্রপাত তার ফেসবুক পেজের একটি পোস্ট থেকে। ভারতের জামনগরে তার কুবের অ্যাভিনিউয়ের বাড়ির একটা তলা ভাড়া দেওয়া হবে বলে সেখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর তার পর থেকেই জাদেজার উদ্দেশে ভেসে এসেছে তীব্র কটূক্তি। সেই সব বিরূপ মন্তব্যের মধ্যে কেউ কেউ বলেছেন যে, তা হলে কি ক্রিকেট খেলা ছেড়ে তিনি জমিবাড়ির দালালি শুরু করলেন। তবে সবাই নয়, কেউ কেউ সমর্থনও করেছেন জাদেজাকে। তাঁদের মতে, নিজের বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপনের জন্য তাঁকে দালাল বলা অনুচিত।
যদিও ওয়াকিবহাল মহল মনে করছে, এটি হয়তো জাদেজার করা পোস্ট নাও হতে পারে। সাইবার দুর্নীতির যুগে হ্যাকিং প্রায়ই ঘটে। হতেই পারে কেউ তারকা অলরাউন্ডারের অ্যাকাউন্টটি হ্যাক করেছে। তবে সে ব্যাপারেও কোনও প্রমাণ এখনও মেলেনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর