দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। ওয়ানডে ও টেস্ট সিরিজে তিনি থাকছেন। তবে এ নিয়ে অন্য খেলোয়াড়দের সতর্ক করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি বলেন, সাকিবের ওপর এমনিতেই অনেক বেশি চাপ। ওর কাছে সবার প্রত্যাশা অন্যরকম। ওকে প্রতিদিন এই চাপ নিয়ে মাঠে নামতে হয়। অন্য সতীর্থরা যদি সাকিবের দিকে তাকিয়ে থাকে, তাহলে ওর জন্য খুব কঠিন হবে। সবার উচিত নিজের কাজ মনোযোগ দিয়ে করে যাওয়া। কে ছিল, কে এসেছে এসব নিয়ে না ভেবে, দল হিসেবে ভালো খেলার দিকে মনোযোগ দেওয়া।
দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অনেক সমালোচনাই সহ্য করতে হচ্ছে বাংলাদেশ দলকে। আজ রবিবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। মাশরাফি শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, হারলে অনেক নেতিবাচক কথা হবে এটাই স্বাভাবিক। খেলোয়াড় হিসেবে আপনাকে এটা মেনে নিয়েই মাঠে খেলতে হবে। খারাপ সময় যাবে, ভালো সময় যাবে- কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে জেতার জন্য বড় ইনিংসের বিকল্প দেখছেন না মাশরাফি, বড় ইনিংস খেলাটা গুরুত্বপূর্ণ। যে থিতু হবে তাকে বড় ইনিংস খেলতে হবে। এটা বাধ্যতামূলক। যারা ২৫/৩০ রান করছে তাদের উচিত বড় ইনিংস খেলে আসা। ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে পারলে ওয়ানডেতে তেমনটা দেখতে পারব।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/ফারজানা