নিজের পারফরম্যান্স দিয়ে ধোনি নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন। ভারতের অধিনায়ক কোহলিও ফের ধোনি-বন্দনায় মেতেছেন। এর মধ্যেই টিম ইন্ডিয়ায় অশান্তি পাকাতে এগিয়ে এলেন প্রাক্তন এক ক্রিকেটার। ইনি অজিত আগারকর।
বিস্ফোরক ভঙ্গিতে তিনি বিরাটকে পরামর্শ দিয়েছেন, হায়দ্রাবাদে ধোনিকে নয়, দীনেশ কার্তিককে খেলানো উচিত ছিল। অজিদের বিপক্ষে তৃতীয় ওয়ান ডে বৃষ্টিতে বাতিল হয়ে যায়। সিরিজ ১-১ ব্যবধানে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তবে ম্যাচ ছাপিয়ে শিরোনামে উঠে এসেছে আগারকরের এই পরামর্শ।
জাতীয় দলের হয়ে দীর্ঘদিন সুনামে খেলেছেন আগরকর। তবে এর মধ্যে শূন্য রানে বেশিবার আউট হওয়ার বিরল নজিরও গড়েছেন তিনি। তিনিই কি না এমন পরামর্শ দিলেন। তার বক্তব্য, দীনেশ কার্তিক ভাল ক্রিকেটার, বিগ হিটার, প্রয়োজনে দলের হাল ধরার ভূমিকাও পালন করতে পারেন। তাই দীনেশ কার্তিককে সুযোগ দেওয়া উচিত।
আগারকর অবশ্য ভালমতোই জানেন, কোহলি ধোনিকে বসাবেন না। তাই তিনি বলে দিয়েছেন, ‘‘কোহলি অবশ্য ধোনিকে বাদ দেবে না, এটা নিশ্চিত।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর