দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে স্রোতের বিপরীতে ব্যাট করে হাফ সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম। তাও আবার ছক্কা হাঁকিয়ে। অন্যদের যেখানে স্ট্রাইক রেট ৭৩ পার হয়নি, সেখানে শুরু থেকেই হাত খুলে ব্যাট চালিয়েছেন টাইগার এই টেস্ট অধিনায়ক।
৬৭ রানে ব্যক্তিগত ৩১ রানে ইমরুল কায়েস আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন মুশফিক। কিন্তু ধীরগতির নীতিতে না চলে এখনও পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ব্যাট করছেন। একই সঙ্গে হাসছেও তার ব্যাট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১৫৪ রান। এক ছক্কা আর ৬ চারের মাধ্যমে ৫৯ রানে মুশফিক এবং ১০ বলে ১১ রান নিয়ে আছেন মাহমুদু্ল্লাহ।
বিডি-প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/মাহবুব