নাদালকে হারিয়ে মাস্টার্স খেতাব ফেদেরার। শাংহাই মাস্টার্স ফাইনালে রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে (৬-৪,৬-৩) উড়িয়ে দেয় কেরিয়ারে ৯৪ তম খেতাব জিতলেন রজার ফেদেরার। মৌসুমে দুটি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি এটিপি খেতাব জিতলেন সুইস তারকা।
এই জয়ের ফলে নাদালের বিরুদ্ধে ১৫ বার জয় পেলেন ফেদেরার। আর চলতি মৌসুমে রাফাকে চারবারই টক্কর দিয়েছেন রজার। চারবারের সাক্ষাতে প্রতিবারই শেষ হাসি হেসেছেন ফেডএক্স। বিশ্বের এক নম্বর নাদালকে এদিন দাঁড়াতেই দেননি ১৯টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার। মাত্র এক ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে ম্যাচ ও খেতাব পকেটে পুরে নেন ৩৬ বছরের এই সুইস তারকা। সেই সঙ্গে টানা ১৬টি ম্যাচ জয়ের রেকর্ডও থেমে গেল নাদালের।
চলতি মৌসুমে প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদালকে হারিয়ে খেতাব জিতেছিলেন ফেদেরার। তারপর মায়ামি মাস্টার্স-এর ফাইনালেও রজারের ব়্যাকেট বধ হয় রাফা। তারপর ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালেও রাফাকে হারায় রজার।
ফেদেরারই পারেন বছর শেষে নাদালকে বিশ্বের এক নম্বরের সিংহাসনচ্যুত করতে। যদিও নাদালের থেকে এখনও ১৯৪০ পয়েন্টে পিছিয়ে ফেদেরার। তবে বাসেল ও প্যারিসে জিতে ব্যবধান আরও কমিয়ে আনতে পারেন ফেদেরার।
রাফাকে হারিয়ে রজার বলেন, ক্লে কোর্টে খুব বেশি খেলিনি। এটা আমাকে সাহায্য করেছে। বড় ব়্যাকেট নিয়ে খেলতে কোনও অসুবিধা হয়নি। যদিও নাদালকে এখনই টপকে এক নম্বর যাওয়া নিয়ে ভাবছেন না রজার।
ফেদেরার বলেন, আমি এটা নিয়ে এখনই ভাবছি না। আমার প্রথম লক্ষ্য নিজেকে ফিট রাখা। সোমবারই দেশে ফিরব। তারপর সিদ্ধান্ত নেব, আমি বাসেল ও প্যারিসে খেলব কিনা। খেললে হয়তো ওর কাছাকাছি পৌঁছতে পারব। গত বছর আমি চোটের জন্য আমি এখানে খেলতে পারিনি। সেখানে এবার খেতাব জিতে ভালো লাগছে। আরও ভালো লাগছে, কারণ এই স্টেডিয়ামটা কয়েক বছর আগে আমি উদ্বোধন করেছিলাম।
খেতাব জয়ে ফেদেরারকে অভিনন্দন জানিয়ে নাদাল বলেন, সারা বছর ধরে দারুণ খেলে যাওয়ার জন্য রজারকে অভিনন্দন। আজ ও দারুণ খেলেছে। চীনে এই বছরটা ও দারুণ সফলতা পেয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর ফেদেরারের হাতে ফুলের স্তবক, ট্রফি এবং রোলেক্সের ঘড়ি তুলে দেন উদ্যক্তরা। এ নিয়ে ২৭টি মাস্টার্স ১০০০ টাইটেল জিতলেন ফেদেরার।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/আরাফাত