দক্ষিণ আফ্রিকার কির্ম্বালিতে আগে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদে ২৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী বাংলাদেশ। কিন্তু বোলিংয়ে এখনো কোনও সফলতার দেখা পাননি সাকিব, মাশরাফি, তাসকিন,রুবেল ও সাইফউদ্দিনরা।
উদ্বোধনী জুটিতে এখনো অবিচ্ছিন্ন আছেন প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও কুইন্টাইন ডি কক। দুজনে মিলে ১৪৫ রানের জুটি গড়েছেন। দুজনেই তুলে নিয়েছেন অর্ধশতক। কড়া নাড়ছেন শতকের দ্বারে। আমলার সংগ্রহ ৬৪ আর ডি ককের ৭৯। তাদের ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়েছেন বাংলাদেশি বোলাররা।
মাশরাফি এ পর্যন্ত ৭ জন বোলার ব্যবহার করেছেন এ জুটি ভাঙতে কিন্তু সাকিব,নাসির, মাহমুদউল্লাহরা যেন অসহায়। কোনও ব্রেক থ্রো এনে দিতে পারছেন না তারা।
এর আগে মুশফিকুর রহিমের ১১০ রানের অনবদ্য ইনিংসের ওপর ভর করে ৭ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে মাশরাফিরা।
বিডিপ্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান