মাশরাফিদের ছুঁড়ে দেওয়া ২৭৯ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই সফরকারী বোলারদের শাসন করে যাচ্ছেন প্রোটিয়া দুই ওপেনার। ওপেনার কুইন্টন ডি কক তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। আর ২৬তম শতকের অপেক্ষায় আছেন আমলা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে তুলেছে ১৯৬ রান। ডি কক ১১১ এবং আমলা ৮৩ রানে অপরাজিত।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের আগের সফরগুলো সুখকর হয়নি। স্বাগতিক দেশের বিপক্ষে তাদের মাটিতে কখনোই ৫০ ওভারের ম্যাচে জেতা হয়নি লাল-সবুজদের। তবে আগের বাংলাদেশ এখন আর তেমনটি নেই। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৭৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্য এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে গায়ানায় তুলেছিল ৮ উইকেটে ২৫১।
বিডিপ্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান