কিম্বার্লিতে বাংলাদেশের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে জোড়া শতক তুলে নিয়েছেন হাশিম আমলা ও কুইন্টাইন ডি কক।
ডি কক পেয়েছেন ক্যারিয়ারের ১৩তম শতক। আর হাশিম আমলার ২৬তম। ডি ককের সংগ্রহ ১৪৬, আমলার ১০০।
আর তাদের জোড়া শতকে ভর করে জয়ের একেবারে দ্বারপ্রান্তে প্রোটিয়ারা। আর মাত্র ৩৪ রান প্রয়োজন তাদের। হাতে রয়েছে ১০টি উইকেট।
বিডিপ্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান