দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টের সিরিজের পর স্বগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও হেরেছে বাংলাদেশ। কুইন্টন ডি কক ও হাশিম আমলার দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের বোলাররা। ফলাফল- ১০ উইকেটে বাংলাদেশের হার। তবে ব্যাটিং যে খুব খারাপ করেছে তা কিন্তু নয়। মুশফিকের শতকে স্কোরবোর্ডে ২৭৮ রান তোলে বাংলাদেশ।
এমন হারের কারণ বর্ণনা করতে গিয়ে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, আমাদের ব্যাটিং ভালো হয়েছে তবে বল হাতে ভালো করতে পারিনি। ইনিংসের কোনো অংশেই তাঁদের (আমলা-ডি কক) ওপর চাপ সৃষ্টি করতে পারিনি আমরা। অবশ্যই তাঁদের ক্রেডিট দিতে হবে। তবে বল হাতে ব্যর্থ হয়েছি আমরা। সঠিক জায়গায় বল রাখতে পারেনি বোলাররা। লড়াই করতে পারিনি আমরা।’
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ